নড়াইলে ভ্যানচালক হত্যা, বাগেরহাটে আসামি গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হান্নান খান। ছবি: রাইজিংবিডি
নড়াইল সদর উপজেলার ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদি ভূঁইয়া নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে।
নড়াইল সদর থানার (ওসি) আকরাম হোসেন বলেন, ‘‘গ্রেপ্তার আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ নভেম্বর ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা করা হয়েছে।
ঢাকা/শরিফুল/রাজীব