ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এগিয়ে যাওয়ার প্রত্যয় মাশরাফির

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এগিয়ে যাওয়ার প্রত্যয় মাশরাফির

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক : নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফলতম টুর্নামেন্ট শেষ করে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

 

রোববার রাত পৌনে ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন টাইগাররা।

 

বিমানবন্দরে নেমে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দলের ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দেশসেরা এই পেসার।

 

মাশরাফি বলেন, ‘আল্লাহর রহমতে বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। যদি এ খেলাটা ধরে রাখতে পারি, তাহলে দল আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করি।’

 

বিশ্বকাপটা বাংলাদেশের খেলোয়াড়রা উপভোগ করেছেন বলে জানান মাশরাফি। বাংলাদেশ দলপতি বলেন, ‘বিশ্বকাপের প্রায় প্রতিটা সময়ই আমরা একসঙ্গে ছিলাম। আমরা বিশ্বকাপটা উপভোগ করার চেষ্টা করেছি।’

 

প্রস্তুতি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে ভালো করেছে বাংলাদেশ। আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছেন টাইগাররা। মাশরাফি বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচে হেরেছি। তবে আমরা তাড়াতাড়ি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। কিছু ম্যাচ জিতেছি। অবশ্য কিছু ক্লোজ ম্যাচে হেরেছি।’

 

কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে মাশরাফি বলেন, ‘কোচ আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। তখন আমাদের বিশ্বাসটা খুবই জরুরি ছিল। স্বাধীনতাটা পাওয়ার পর সে বিশ্বাস আরো বেড়ে যায়।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৫/পরাগ/নওশের/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়