ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাইনবোর্ড বাংলায় না লেখায় ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইনবোর্ড বাংলায় না লেখায় ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সাইনবোর্ড বাংলা ভাষায় না লেখায় গুলশান-২ এলাকায় ১৮টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইসলাম ফার্মা, বাটা, অপ্পো, ল্যান্ডভিউ, ফটো স্টুডিও, ফ্লোরা লিমিটেড, ইমেজ লাইটিং, সনি র্যাং গস, বহেরা, ল্যান্ডমার্ক, ডাটা ফটোকপি, ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ, আসলাম লাইটিংস, আই কেয়ার, ইউ এস বাংলা এয়ারলাইন্স, ব্রেড এন্ড বিয়ন্ড, টপ টেন এবং স্যামসাং।

এদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের সাইনবোর্ড তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। তবে আবেদনের প্রেক্ষিতে কয়েক প্রতিষ্ঠানকে সাইনবোর্ড বাংলায় লিখে প্রতিস্থাপনের জন্য দুই দিনের সময় দেওয়া হয়।

প্রসঙ্গত, হাইকোর্ট বিভাগ থেকে ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনের প্রেক্ষিতে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এ প্রেক্ষিতে গত মাসের ২৮ তারিখে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ডিএনসিসি এলাকায় যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশী সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্ব-উদ্যোগে অপসারণ করে সাত দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

তাছাড়া মাইকিং, বিভিন্ন গণমাধ্যমে প্রেস রিলিজ প্রেরণ ও ডিএনসিসি-র ওয়েবসাইট এবং ফেইসবুক পাতায়ও গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রায় সব কয়টি প্রধান প্রধান জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। হাইকোর্টের আদেশ এবং ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে সিটি করপোরেশন অ্যাক্টের ৯৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন উপস্থিত ছিলেন। তিনি জানান, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়