ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

মঞ্জুর বিরুদ্ধে যত অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঞ্জুর বিরুদ্ধে যত অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।

টেন্ডারবাজি, চাঁদাবাজি, ফুটপাত নিয়ন্ত্রণ, মাদক-ক্যাসিনো ব্যবসাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব কর্মকর্তারা জানান।

র‍্যাবের কাছে তথ্য আছে, মঞ্জু ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণ ও পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

এছাড়া অবৈধ দখলদারির অভিযোগ রয়েছে। তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও মাদকও জব্দ করা হয়েছে।

মঞ্জুর রয়েছে ক্যাডার বাহিনী। এ বাহিনীর সদস্যদের দিয়ে তিনি এসব অপরাধ হরহামেশাই করতেন। তবে ভয়ে কেউ মুখ খুলতেন না।

এদিকে একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, অবৈধ এসব কমর্কাণ্ড করে মঞ্জু কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে তার বিপুল পরিমাণ টাকা রয়েছে। এছাড়া টিকাটুলিসহ আশপাশে তিনটি বাড়িসহ রযেছে একাধিক ফ্ল্যাট।

মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তুলে, বুধবার বিকালে ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সেদিন থেকেই তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

 

ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ