ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

‘রিমান্ডে মিল্টন সমাদ্দার ভয়ংকর ও রোমহর্ষক তথ্য দিয়েছেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ৫ মে ২০২৪   আপডেট: ১৮:৩১, ৫ মে ২০২৪
‘রিমান্ডে মিল্টন সমাদ্দার ভয়ংকর ও রোমহর্ষক তথ্য দিয়েছেন’

ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, প্রতারণা ও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার রিমান্ডে ভয়ংকর ও রোমহর্ষক তথ্য দিয়েছেন। সেগুলো নিয়ে আমরা যাচাই-বাছাই করছি।

রোববার (৫ মে) দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে ১ কোটি ৪৫ লাখ টাকা থাকার কথা স্বীকার করেছেন। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন। যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন।

মিল্টন সমাদ্দার স্বীকার করেছেন, তিনি ৯০০ মরদেহ দাফন করেননি। তিনি ১৩৫ থেকে ১৪০টি মরদেহ দাফন করেছেন। 

এর আগে, ১ মে রাতে মিরপুর এলাকা থেকে মিল্টনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আবারও ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা।

মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়