ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাজেদের রায় কার্যকরে ব্যবস্থা নিতে ঢাকা জেলা জজের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাজেদের রায় কার্যকরে ব্যবস্থা নিতে ঢাকা জেলা জজের ছুটি বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ঢাকার জেলা ও দায়রা জজের আদালত এবং অফিসের ছুটি বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (০৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিস মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ছুটিতে থাকায় এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারায় জেলা ও দায়রা জজ বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনার পর এ আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে সাইফুর রহমান বলেন, ‘ঢাকার জেলা ও দায়রা আদালত ছুটিতে থাকায় ধানমন্ডি থানার মামলা নং-১০, তারিখ ০২.১০.১৯৯৬, যার দায়রা মামলা নং ৩১৯/১৯৯৭ এ গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারছিল না। এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন‌্য ৮ এপ্রিল ঢাকার জেলা ও দায়রা জজের আদালত এবং অফিসের ছুটি বাতিল করে’।

পরে আদালত বসে মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে।

 

ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়