ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

তামিম-সারোয়ার গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিম-সারোয়ার গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত তামিম-সারোয়ার গ্রুপের ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের চার সক্রিয় সদস্যতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার দোহার মৌড়া থেকে দুইজন ও তদের তথ্যের ভিত্তিতে নারিশা সাকিন থেকে বিকেল ৪টায় আরো দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব ১০ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিজবাহ (১৯), তার ছোট ভাই মাহফুজ (১৬), তাইবুর রহমান (১৮) এবং ফয়সাল আহমেদ সানিল (১৯)।

বুধবার দুপুরে র‌্যারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

জাহাঙ্গীর আলম বলেন, গত ২০ মার্চ ঢাকার বিভিন্ন জায়গা থেকে নব্য জেএমবির তামিম সারোয়ার গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বিষয়ে বাড্ডা থানায় একটি মামলা করা হয়। তদন্তে  জঙ্গিবাদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায় র‌্যাব। এরপর এদের গ্রেপ্তার করা হলো।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের সেলফোন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তারা নব্য জেএমবির সদস্য। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত।

তামিম সারোয়ার গ্রুপের সদস্যরা ঢাকার দোহারে আত্মগোপন করে পুনসংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করেন তিনি।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মিজবাহ নবাবগঞ্জ সোনাহাজরা মাদ্রসায় পড়ছে। লেখাপড়ার পাশাপাশি সে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করত। কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে সে এই পথে আসে। পরবর্তীতে সে ২০১৫ সালের শেষের দিকে তামিম-সারোয়ার গ্রুপে অন্তর্ভুক্ত হয়। মাহফুজ জয়পাড়া স্কুল থেকে ২০১৭ এসএসসি পরীক্ষা দিয়েছে। সে তার বড়ভাই মিজবাহের প্ররোচনায় এই গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে। ফয়সাল মাদ্রসায় লেখাপড়া করত। ২০১৬ সালে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়িত হয়। এ ছাড়া তাইবুর মাদ্রাসার শিক্ষর্থী ছিল। সে মিজবাহ ও কথিত এক বড় ভাইয়ের প্ররোচনায় এ পথে যুক্ত হয়।




রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ