ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৫ লাখ জাল টাকা উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২ ডিসেম্বর ২০২০  
২৫ লাখ জাল টাকা উদ্ধার

রাজধানীতে পৃথক দুই অভিযানে ২৫ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাখাপ্রধান ভিসি ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে কামাল হোসেন, ছেনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একইদিন তেজগাঁও গোয়েন্দা পুলিশের একটিদল মোহাম্মদপুর ঢাকা উদ্যানের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মো. সুমন মিয়া, বিল্পব হোসেন, ও রাজিব শিখদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ জাল টাকা তৈরি করে আসছে বিভিন্ন সময়। পরে তা বিভিন্ন স্থানে নিজস্ব লোক মারফত ছড়িয়ে দেয়। এভাবে তারা সাধারণ মানুষের সঙ্গেও প্রতিনিয়ত প্রতারণা করে আসছে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়