ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ৫০০ মরা মুরগি জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১২ জুন ২০২১  
রাজধানীতে ৫০০ মরা মুরগি জব্দ

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৫ শতাধিক মরা মুরগি জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক থেকে এসব মুরগি জব্দ করা হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের কাস্টমস ক্লিয়ারেন্স এলাকায় একটি ট্রাক জব্দ করেন এপিবিএনের সদস্যরা। ট্রাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখা ৫০০ মরা মুরগি জব্দ করা হয়। এসব মরা মুরগি বিমানবন্দরের পাশের রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হতো। দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এ কাজ করছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
 

ঢাকা/মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়