ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কদমতলীতে ট্রিপল মার্ডার: আটক মেহজাবিনের স্বামী-মেয়ে হাসপাতালে  

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৯ জুন ২০২১   আপডেট: ১৬:০১, ১৯ জুন ২০২১
কদমতলীতে ট্রিপল মার্ডার: আটক মেহজাবিনের স্বামী-মেয়ে হাসপাতালে  

রাজধানীর কদমতলীতে মা-বাবা ও বোনকে হত‌্যার অভিযোগে মেহজাবিন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে আশঙ্কাজনক অবস্থায় মেহজাবিনের চার বছর বয়সী মেয়ে মার্জান তাবাসসুম ও স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৯ জুন) দুপুরে কদমতলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম বলেন, ‘আমরা প্রথমে অচেতন অবস্থায় শফিকুল ইসলাম ও তাবাসসুমকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনের স্টোমাক ওয়াশ করে। পরে শফিকুল ইসলামকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর শিশুটিকে ঢামেকের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।’

আরও পড়ুন: ৩ জনকেই অচেতন ও শ্বাসরোধে খুন, বড় মেয়ে আটক

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, ‘আমরা তিনটি মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, ওই ৩ জনকে আগে অচেতন করা হয়। এরপর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: কদমতলীতে ট্রিপল মার্ডার: পারিবারিক কলহকে কারণ বলছেন স্বজনরা 

উল্লেখ‌্য, দুপুরে কদমতলী থানার মুরাদপুর হাইস্কুল গলির বাসা থেকে মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলামী (৪০) ও তাদের মেয়ে জান্নাতুলের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের বড় মেয়ে মেহজাবিনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে মা-বাবা ও মেয়ের লাশ উদ্ধার, আটক ১

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়