ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৬ শিশুর মৃত্যু: বেলুন বিক্রেতাসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৪ জুন ২০২১  
৬ শিশুর মৃত্যু: বেলুন বিক্রেতাসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

ওই ঘটনায় আহতের হাসপাতালে নেওয়া হয়

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যুর মামলায় বেলুন বিক্রেতা আবু সাঈদসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অপর যে আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তিনি হলেন হালিম মৃধা। তিনি আবু সাঈদকে বেলুনের সিলিন্ডার কিনে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোকাম্মেল হক চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার (২৪ জুন) আদালতের রূপনগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে চার্জশিটের বিষয়টি জানা গেছে। গত ২২ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত দুই জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটটি পৃথক পৃথক ধারা হওয়ায় মামলাটি বিভাজনের আদেশ দিয়েছেন আদালত। এদিকে মামলাটি সিএমএম বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী বিচারের জন্য সিএমএম মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক বিক্রেতা। সে সময় হঠাৎ করে বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৬ শিশুর মৃত্যু হয়। এরা হলেন-রুবেল, ফারজানা, রমজান, নুপুর, রিয়া মনি ও রিফাত। আবু সাঈদসহ আহত হয় আরও ২০ জন।

ওই দিন দিবাগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়