ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সেই সেন্টমার্টিন বাসের চালক ও হেলপার গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২২ জানুয়ারি ২০২২  
সেই সেন্টমার্টিন বাসের চালক ও হেলপার গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (২২ জানুয়ারি) বিকেলে র‌্যাব হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব জানায়, ঘটনার পর চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করলে তদন্তপূর্বক তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।’ 

উল্লেখ্য, শুক্রবার (২১ জানুয়ারি) ভোর সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোছাম্মদ শারমিন (৩৮), রিয়াজুল ইসলাম (৪০) ও আব্দুর রহমানকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেয় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা/মাকসুদ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়