ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিপু-প্রীতি হত্যা: মাসুমের ১৫ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৮ মার্চ ২০২২   আপডেট: ১৪:৩৬, ২৮ মার্চ ২০২২
টিপু-প্রীতি হত্যা: মাসুমের ১৫ দিনের রিমান্ড আবেদন

জাহিদুল ইসলাম টিপু ও সমিয়া আফরান প্রীতি

রাজধানীর শাজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি মাসুম ওরফে আকাশের ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বিকেল ৩টার দিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে বগুড়া জেলা থেকে মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি।  এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন।  

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়