ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিপিসির জিএমসহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১০ জানুয়ারি ২০২৩  
বিপিসির জিএমসহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) দুই মহাব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিপিসির দুই কর্মকর্তাসহ ৩জন হলেন-বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম, মহাব্যবস্থাপক (অর্থ) মণি লাল দাশ ও চট্টগ্রামের বাসিন্দা এনামুল হক।

দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডলের সই করা এক চিঠিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে এসব তথ‌্য জানা গেছে।

সূত্র আরও জানায়, বিপিসির দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে জমা পড়ে।

দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশন থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়