মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:১৯, ৩১ জানুয়ারি ২০২৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত দুই জন হলেন, নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।
র্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই জনকে মৃত্যুদণ্ড দেন। তারা এতোদিন পলাতক ছিলেন।
ঢাকা/মাকসুদ/ইভা
আরো পড়ুন