ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
বান্দরবানে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি

বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোলাগুলি চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, আমরা জানতে পারি ওই এলাকায় জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীরা একত্রিত হয়ে আস্তানা গেড়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে।  র‌্যাবও পাল্টা গুলি করে।

জানা গেছে, গোলাগুলির পর ওই এলাকায় র‌্যাবের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
 

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়