ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:০১, ৪ ডিসেম্বর ২০২৩
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন 

গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বিএনপির ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, সোমবার দুপুর ২টার পরপরই যাত্রীবাহী ওই বাসে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

জানা গেছে, তানজিল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি জিরো পয়েন্ট এলাকায় আসলে হঠাৎ করে পেছন থেকে তা জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে বাসের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়