ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

জামায়াত-শিবির নিষিদ্ধ

রাজধানীতে বাড়ানো হলো নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১ আগস্ট ২০২৪   আপডেট: ২১:০০, ১ আগস্ট ২০২৪
রাজধানীতে বাড়ানো হলো নিরাপত্তা

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একইসঙ্গে এ সময় যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বৃহম্পতিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামায়াত ও দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সাদা পোশাকে নজরদারি করছে গোয়েন্দা বিভাগের সদস্যরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে পথচারীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হলো।

অভিযোগ আছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত এবং এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির জড়িত। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।  
 

মাকসুদ/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়