থানাকে আস্থার জায়গায় পরিণত করা হবে: অতিরিক্ত কমিশনার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হারুন-অর-রশিদ বলেছেন, থানায় এসে মানুষ যেন তার সর্বোচ্চ সেবা পায় সে বিষয়ে কাজ করবো। থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, আমার ওপর আস্থা, বিশ্বাস রেখেই উর্ধ্বতন কর্তৃপক্ষ আরেকটি জায়গায় পদায়ন করেছেন। ডিএমপিতে আমাকে বিস্তর কাজ করার সুযোগ দিয়েছেন। মানুষের ভরসার জায়গা থানা। থানা পুলিশ যেন মানুষকে সেবা দিতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করাই আমার অন্যতম কাজ হবে। যে কোনো ঘটনায় মানুষ থানায় গিয়ে এখন থেকে আরও সহজ ও দ্রুত সময়ে জিডি কিংবা মামলা করতে পারবেন।
আমি ৩ বছর ৩ মাস ডিবিতে কাজ করেছি। আপনারা সব সময় আমার পাশে ছিলেন। আমিও চেষ্টা করেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবিকে একটি আস্থার জায়গায় পরিণত করার। বলেন সদ্য ডিবি থেকে বদলি হওয়া এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, আমার সময় ডিবিতে যে আসতো আইনানুগভাবে তার সমস্যা সমাধানে চেষ্টা করেছি। যা শুধু এ দেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও জানে। এ কারণে ডিবির নামটা এখন সবাই জানে।
গত ৩১ জুলাই রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) প্রধান থেকে হারুন-অর-রশিদকে বদলি করে তাকে ডিএমপি‘র অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশন) দায়িত্ব দেওয়া হয়েছে। ‘ডিবি হারুন’ হিসেবে বহুল পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার স্থলে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ম. হা. আশরাফুজ্জামান।
মাকসুদ/তারা