ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনজীবী-বিচারপ্রার্থীদের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৪৫, ৪ আগস্ট ২০২৪
আইনজীবী-বিচারপ্রার্থীদের উপস্থিতি কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকার নিম্ন আদালতে।

নিরাপত্তা জনিত কারণে রোববার (৪ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। অন্যান্য দিনের তুলনায় আইনজীবী, বিচারপ্রার্থী ও আসামি সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে। 

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যস্ত থাকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গন। কিন্তু রোববার এ সময় কোনো ভিড় দেখা যায়নি। 

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ মামলায় কোনো বাদী আসলে আসামি আসে নাই। আবার  আসামি এসেছেন তো বাদী আসেননি। ফলে বাদী সাক্ষী কিংবা আসামি না আসায় প্রায় সকল মামলায় সময়ের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, আজ কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোনো প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোনো হাজতি আসামি আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কারা কর্তৃপক্ষ আসামিদের হাজির করেনি বলে জানান তারা।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়