ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

রিকশাচালককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
রিকশাচালককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

রাজধানীর মহাখালীর আইসিসিডিডিআরবি’র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে সোহাগের বাবা মো. নুরুল ইসলাম এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বনানী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাছান মাহমুদ, শেখ সেলিম, মো. আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, মোহাম্মদ আলী আরাফাত, কাজী সাহান হক। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন। আসামিদের নির্দেশে তাকে গুলি করা হয় বলে মামলায় উল্লেখ করেন সোহাগের বাবা।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়