ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:২০, ২০ সেপ্টেম্বর ২০২৪
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে।

একাদশ জাতীয় সংসদে এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের তীব্র গণঅভ্যুুত্থানের মুখে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনিও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান।

মাকসুদ/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়