ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটারিচালিত রিকশা বন্ধ: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৩, ২৫ নভেম্বর ২০২৪
ব্যাটারিচালিত রিকশা বন্ধ: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।

এরআগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেন আদালত।

প্যাডেল চালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর পরদিন থেকেই ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো চলাচল অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন রিকশাচালকরা। 

এদিকে, এ বিষয়ে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ থেকে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে আজ বৈঠকে বসছেন অটোরিকশাচালকরা। দুই মাসের মধ্যে বিআরটিএ লাইসেন্স না দিলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন চালকরা।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়