হবিগঞ্জের সাবেক এমপি মজিদ ঢাকায় আটক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান (ফাইল ফটো)
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে রাজধানীর ফার্মগেট থেকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মাকসুদ/টিপু