ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:২৯, ২৫ এপ্রিল ২০২৫
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক

সালমান এফ রহমান ও আনিসুল হক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. পারভেজ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

চার দিনের রিমান্ড শেষে তাদেরকে শুক্রবার (২৫ এপ্রিল) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ১০ ফেব্রুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন পারভেজ মিয়া৷ এ সময় গুলিতে আহত হন তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। 

এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের মা কানিজ ফাতেমা। 

ঢাকা/এম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়