ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার: দুই যুবককে কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৮ মে ২০২৫  
নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার: দুই যুবককে কারাদণ্ড

রাজধানীর আজিমপুর এলাকায় দায়িত্ব পালনকালে নারী  পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে শুভ ও অভি নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এক নারী সার্জেন্ট হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর কারণে চালক শুভকে সিগন্যাল দিয়ে থামান এবং তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু, শুভ ও মোটরসাইকেলের আরোহী অভি কাগজপত্র না দেখিয়ে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সার্জেন্টকে তাদের সঙ্গে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। ওই নারী সার্জেন্ট তাৎক্ষণিকভাবে বিষয়টি লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে জানান। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং লালবাগ থানার সহায়তায় তাদের থানা হাজতে পাঠান। পরে নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ম্যাজিস্ট্রেট। অর্থদণ্ড অনাদায়ে তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়