ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৫ মে ২০২৫   আপডেট: ১৭:৪১, ১৫ মে ২০২৫
জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বনানী থানার মহাখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। 

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ এই চক্রকে গ্রেপ্তার করে। 

মহাখালী পুলিশ বক্সের সামনে তিনজন ব্যক্তি জাল নোট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পেরে উল্লেখিত দিন সকালে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্র কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির টিম মোঃ সাইফুল ইসলাম ও রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পঞ্চগড় সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ সাইদুর রহমান ওরফে সবুজ, মোঃ সোহেল মাহামুদ, মোঃ সোহেল ও মোঃ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সবুজ ও সোহেল মাহামুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশী করে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ দুই লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল। তারা কোরবানির ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

ঢাকা/এম/আর

সর্বশেষ

পাঠকপ্রিয়