ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৬ মে ২০২৫   আপডেট: ২১:২১, ২৬ মে ২০২৫
বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সাধন ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থলে আশপাশের একাধিক ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করা হচ্ছে।”

আরো পড়ুন:

তিনি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা বিএনপি নেতা সাধারণ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে দুই জনকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।

রবিবার দিবাগত রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।বাড্ডা থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও দুই-তিনজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুইজন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়