ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মগবাজারে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৯ মে ২০২৫  
মগবাজারে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে

ঢাকার মগবাজারে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ এবং ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। 

এর আগে গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের শিকার হন আবদুল্লাহ নামের এক তরুণ। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূরে একটি বাড়ির ফটক বরাবর একটি মোটরসাইকেল থামানো। মোটরসাইকেলে চালকসহ তিন আরোহী। ব্যাগ কাঁধে থাকা তরুণ বাড়িটির ফটক বরাবর আসতেই তার পথ আটকান মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী। তাদের একজনের মাথায় হেলমেট। আরেকজনের মুখে মাস্ক পরা। দুজনের হাতেই চাপাতি। এই দুজন চাপাতি দিয়ে তরুণকে আঘাত করে তার কাছ থেকে ব্যাগ কেড়ে নেন। তারা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন। তখন তাকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন।

একপর্যায়ে তরুণ মোটরসাইকেলের সামনে এসে চাকা ধরে তার ব্যাগ ফেরত দিতে অনুরোধ করেন। তখন মোটরসাইকেল থেকে দুজন নেমে তরুণকে আবার চাপাতি দিয়ে আঘাত করে সরিয়ে দেন। হেলমেট পরা চালক মোটরসাইকেলটি নিয়ে সামনে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে পেছনে যান ব্যাগ হাতে থাকা এক ছিনতাইকারী। অপর ছিনতাইকারী তখনো তরুণকে ভয় দেখাতে চাপাতি চালাচ্ছিলেন। পরে এই ছিনতাইকারীও মোটরসাইকেলের দিকে চলে যান। তরুণ নিজের দুই হাত মাথায় রেখে অসহায়ত্ব প্রকাশ করেন। ছিনতাইকারীদের পেছনে পেছনে গিয়ে ব্যাগ ফেরত দিতে অনুরোধ করতে থাকেন। তাকে থামাতে এক ছিনতাইকারী আবার চাপাতি চালান। তরুণ কিছুটা পেছনের দিকে সরে আসেন।

এ ঘটনায় গত ২৫ মে রাতে হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন আবদুল্লাহ।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়