ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র মামলায় গ্রেপ্তার কামাল আহমেদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৪ জুন ২০২৫   আপডেট: ১৮:২৯, ৪ জুন ২০২৫
অস্ত্র মামলায় গ্রেপ্তার কামাল আহমেদ মজুমদার

আদালত প্রাঙ্গণে কামাল আহমেদ মজুমদার (ফাইল ফটো)

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে বনানী থানা পুলিশ কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। বুধবার সকালে কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করা হয়। বেলা ১২টার দিকে শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। 

বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল গত ২৪ মে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই তারিখের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল আহমেদ মজুমদার তার দুটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানাকে অবহিতও করেননি তিনি। তার অস্ত্রের লাইসেন্স ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।

ঢাকা/এম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়