ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

কুপিয়ে হত্যা: এক ভাইয়ের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১১ জুন ২০২৫  
কুপিয়ে হত্যা: এক ভাইয়ের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে

সাভারে প্রকাশ্যে স্ত্রী, কন্যা ও মায়ের সামনে রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় বাশার নামে এক আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি তার ভাই ওবায়দুলকে কারাগারে পাঠানো হয়েছে। সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে তারা।

বুধবার (১১ জুন) দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বাশারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এবং ওবায়দুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত বাশারের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত রুবেল মিয়া সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে। তার পরিবারের অভিযোগ, গত ৬ জুন রাতে ঈদের বাজার করার সময় বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাশার ও ওবায়দুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/এম/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়