ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১২ জুন ২০২৫  
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোডের রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৬) যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আজ সকালে খবর পেয়ে ক্যান্টনমেন্ট স্টাফ রোডের রেলগেটর সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় লোকজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, ১১ জুন বিকেলে ওই যুবক রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

নিহতের পরনে ছিল নীল রঙয়ের টি শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।
 

ঢাকা/বুলবুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়