ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৪:২৪, ১৪ জুন ২০২৫
পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ফটো

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কাছে রাইফেলের মতো হালকা অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে।

শনিবার (১৪ জুন) সকালে এপিবিএন এর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে।”

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, “ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন।” 

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়