যাত্রাবাড়ীতে ডাকাতের ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আহত
ঢাকার যাত্রাবাড়ীতে এক দম্পতির বাসায় ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহত হয়েছেন এবং স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসমাইল খান (৮০)। আহত স্ত্রী সালেহা বেগম (৭০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহতদের ঢামেকে নিয়ে আসা ইসমাইল খানের আত্মীয় সুলতান মিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ইসমাইল খান অচেতন অবস্থায় পড়ে আছেন এবং সালেহা বেগম রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “রাত ৪টার দিকে ডাকাতরা বাসার দ্বিতীয় তলায় প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ইসমাইল খান বাধা দিলে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। স্ত্রী সালেহা বেগম চিৎকার করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে ডাকাতরা স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে চলে যায়। তবে ঠিক কত টাকা বা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনো নিশ্চিত নই।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন, তার স্ত্রী আহত। বিষয়টি যাত্রাবাড়ী থানা অবগত আছে এবং তদন্ত চলছে।
ঢাকা/বুলবুল/ইভা