ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১২ ডিআইজির রদবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৫৫, ২৫ আগস্ট ২০২৫
১২ ডিআইজির রদবদল

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. জিল্‌লুর রহমানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হিসেবে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি ব্যারিস্টার মো.  জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. আবুল খায়েরকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপি (সিলেট) কমিশনার হিসেবে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল, এসবির ডিআইজি শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে, পিবিআই’র ডিআইজি মো. সায়েদুর রহমান কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়