ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৭, ১২ নভেম্বর ২০২৫
বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

ঢাকার বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “কে বা কারা মামুন শিকদারকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।” 

জানা গেছে,  দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন এবং তিনি যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসার বাসিন্দা ছিলেন না। 

পুলিশ জানায়, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আগলী গ্রামে। মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়