ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচিবালয় ও যমুনার আশপাশে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪৬, ৪ জানুয়ারি ২০২৬
সচিবালয় ও যমুনার আশপাশে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীতে বাংলাদেশ সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

নানা দাবি নিয়ে এসব গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিভিন্ন সংগঠনের জমায়েত ও বিশৃঙ্খলা রোধ করতেই ডিএমপি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে এ ধরনের একাধিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়