ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ৩ স্থানে অবরোধ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বুধবার দুপুর ১টা থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি ও উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা ‘শিক্ষা সিন্ডিকেট বন্ধ করো, শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, আমাদের দাবি মেনে নাও, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, রাষ্ট্র তোমার সময় শেষ, অধ্যাদেশ জারি করো।’ এমন স্লোগান দেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় ছাড়ব না। আজকের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে প্রয়োজনে লং মার্চ টু যমুনা দিতে বাধ্য হব।”
শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। খসড়াটি নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্কের পর শিক্ষা মন্ত্রণালয় সকল স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা করেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়া হালনাগাদ করা হয়েছে।
শিক্ষার্থীরা উল্লেখ করেন, ৭ থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা অবস্থান কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করেছে যে, ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তা না হওয়ার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
ঢাকা/রায়হান/ইভা