ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুতার ফিতা বাঁধায় ২৪ স্টাইল

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৭ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪০, ১৭ আগস্ট ২০২২
জুতার ফিতা বাঁধায় ২৪ স্টাইল

নিজেকে সুন্দর দেখাতে কে না চায়! আর সৌন্দর্যের ক্ষেত্রে ফ্যাশনটাও গুরুত্বপূর্ণ।

কারণ ফ্যাশনের মাধ্যমে সৌন্দর্য, আধুনিকতা, ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর তাই জামাকাপড় থেকে মানুষের পরিধেয় সবকিছুতেই এখন নতুন নতুন ফ্যাশনের ছোয়া। 

পায়ের জুতাও বাদ নেই ফ্যাশনের তালিকা থেকে। বরঞ্চ পায়ের জুতাতে ফ্যাশনটা ভালোভাবে প্রকাশ পায়। আর তাই বাজারে নানা বৈচিত্র্যময় ও ফ্যাশনেবল জুতায় ভরপুর। 

তবে চাইলে জুতার ফিতা বাঁধায়ও ফ্যাশন হিসেবে নিজস্ব স্টাইল প্রকাশ করতে পারেন। ক্রাফটস ডিআইওয়াই নামক একটি ইউটিউব চ্যানেলে জুতার ফিতা বাঁধার ২৪টি স্টাইল দেখানো হয়েছে। এ ছাড়াও আরো অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে। জুতার ফিতা বাঁধায় একটু নতুনত্ব আনলে কেবল অন্যের কাছে নয়, আপনার নিজের মনেও ভালো লাগা এনে দেবে।

 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়