ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালোবাসায় রাঙিয়ে তুলুন এই ফাগুন-এই ভালোবাসা দিবস

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসায় রাঙিয়ে তুলুন এই ফাগুন-এই ভালোবাসা দিবস

আজ পয়লা ফাগুন, আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জনকে ভালোবাসার জন্য মোক্ষম দিন, মোক্ষম ঋতু শুরু। এ দিন উপলক্ষে তাকে যে উপহার দিতে চান, সব থেকে সেরা উপহার হতে পারে ভালোবাসা। ভালোবাসার চিহ্ন বহন করে এমন যেকোন কিছুও দিতে পারেন প্রিয় সঙ্গীকে।

এমন কয়েকটি উপহারের কথা জানিয়ে দিচ্ছি:
এক. দিনটি ভালোবাসাময় কাটানোর জন্য প্রিয়জনের পছন্দের প্রতি বিশেষ গুরুত্ব দিন। কম-বেশি সবাই ফুল ভালোবাসে। তাই প্রিয়জনকে ভালোবাসা জানাতে পারেন ফুল দিয়ে।

দুই.  প্রিয় মানুষটিকে তার পছন্দের চকলেট উপহার দিতে পারেন।

তিন. নিজেদের সুন্দর ছবিটি বাঁধিয়ে উপহার দিতে পারেন প্রিয়জনকে।

চার. উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালোলাগা কোনো মুহূর্তের কথা অথবা তাকে নিয়ে আপনার ভবিষৎ পরিকল্পনা লিখে দিতে পারেন।

পাঁচ: অমর একুশে বইমেলা চলছে। এই ভালোবাসা দিবসে প্রিয়জনকে বই উপহার দিতে পারেন।

ছয়: প্রিয়জনকে তার প্রিয় রঙের কোনো পোশাক উপহার দিতে পারেন।

সাত: ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে পারফিউম এবং বডি স্প্রেও দিতে পারেন।

উপহার যাই দিন না কেনো- ভালোবেসে দিন। সব থেকে বড় উপহার হতে পারে তার প্রতি আপনার মনোযোগ, সুতরাং মনোযোগ দিন, যত্নদিন। আর একান্ত সময় দিন।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়