ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুল পড়া কমাবে গ্রিন কফি

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:০২, ২৭ আগস্ট ২০২৫
চুল পড়া কমাবে গ্রিন কফি

ছবি: প্রতীকী

যাদের চুল পড়ে যাচ্ছে, তারা চুলের যত্নে গ্রিন কফি ব্যবহার করতে পারেন। এখন ট্রেন্ডিং-এ রয়েছে গ্রিন কফি দিয়ে চুল পরিচর্যা। হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করা যায় আবার গ্রিন কফি পানিতে সিদ্ধ করে সেই পানি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রিন কফি চুলে কীভাবে ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি।

গ্রিন কফি পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে তা দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। মনে রাখবেন গ্রিন কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট চুলের টক্সিন দূর করতে সাহায্য করে। শুধু তাই নয় চুলের ফলিকলে পুষ্টি জোগাতেও সাহায্য করে।

এছাড়াও গ্রিন কফি গুঁড়া করে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে তা শ্যাম্পু করার আগে মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন। মাথার ত্বকে রক্ত সঞ্চালনাতেও সাহায্য করে এই উপাদান। শুধু তাই নয় এতে থাকা প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড চুল জটমুক্ত রাখতে সাহায্য করে।

হেয়ার প্যাক হিসাবেও গ্রিন কফি ব্যবহার করতে পারেন। গ্রিন কফি গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় আধঘণ্টা মেখে তারপর শ্যাম্পু করে নিন। এতে ফল মিলবে হাতেনাতে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়