ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠোঁট শুকিয়ে যাওয়ার জন্য লিপস্টিক কী দায়ী?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১০, ৩১ জানুয়ারি ২০২৬
ঠোঁট শুকিয়ে যাওয়ার জন্য লিপস্টিক কী দায়ী?

ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি

গাঢ় লাল, ন্যুড বা ম্যাট—যে লিপস্টিকই পরুন না কেন, কিছুক্ষণ পর ঠোঁট টানটান এবং খসখসে হয়ে যায়!শীতে তো কথাই নেই—লিপবাম লাগিয়েও যেন কাজ হয় না। আবার কারও কারও সারা বছরই ঠোঁট ফাটার যন্ত্রণা।কিন্তু প্রশ্ন একটাই—ঠোঁট এত তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? 

বিশেষজ্ঞরা বলেন, ‘‘আমাদের ত্বক ও মাথার তালুতে আছে সেবাসিয়াস গ্লান্ড, যেখান থেকে প্রাকৃতিক তেল (সেবাম) বের হয়।এই তেল ত্বক ও চুলকে আর্দ্র রাখে। কিন্তু ঠোঁটে কোনো সেবাসিয়াস গ্লান্ড নেই।মানে—ঠোঁটের নিজস্ব কোনো প্রাকৃতিক তেল নেই! তার উপর ঠোঁটের চামড়া শরীরের অন্য অংশের তুলনায় অনেক পাতলা ও সংবেদনশীল। ফলাফল? একটু ঠান্ডা, একটু শুষ্ক হাওয়া—আর ঠোঁট ফাটা শুরু।’’

আরো পড়ুন:

লিপস্টিক ব্যবহার করলে কী ঠোঁট ফাটে?
নানা কারণে ঠোঁট ফাটে। যেমন—শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়া, কম পানি পান করা (ডিহাইড্রেশন),  বারবার ঠোঁটে জিভ বোলানো,  সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি এবং অতিরিক্ত ম্যাট বা লং-লাস্টিং লিপস্টিক ব্যবহার।

ছোট অভ্যাসগুলোই বদলে দিতে পারে আপনার ঠোঁটের চেহারা 

  • দিনে ২.৫–৩ লিটার পানি পান করুন
  • শীত-বর্ষা-গ্রীষ্ম—রোদে বেরোনোর আগে SPFযুক্ত লিপবাম ব্যবহার করুন
  • ঘন ঘন লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলুন
  • রাতে ঘুমানোর আগে ঠোঁটে পুরু করে লিপবাম, পেট্রোলিয়াম জেলি অথবা ঘি লাগান
  • সপ্তাহে ১ দিন লিপ স্ক্রাব ব্যবহার করুন

যা করবেন না
ঠোঁটে বারবার জিভ বোলানো বন্ধ করুন

সুন্দর লিপস্টিক তখনই মানায়, যখন ঠোঁট থাকে নরম ও স্বাস্থ্যবান। আজ থেকেই একটু যত্ন নিন—ঠোঁট নিজেই ফিরিয়ে দেবে তার প্রাকৃতিক সৌন্দর্য 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়