ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মতিউর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক : দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর শরীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 

সোমবার এ তথ্য জানিয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান প্রতিবেদক লুৎফর রহমান। তিনি বলেন জানান, মতিউর রহমান চৌধুরী আগের চেয়ে অনেকটা স্বাভাবিক বোধ করছেন। সেখানে তার (মতিউর রহমান) জন্য গঠিত মেডিক্যাল বোর্ড পরীক্ষা নীরিক্ষা করে রক্তচাপ, অক্সিজেন লেভেল স্বাভাবিক বলে জানিয়েছেন।

 

মতিউর রহমান চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

 

প্রসঙ্গত, সাংবাদিক মাতিউর রহমান চৌধুরী গত ৩১ ডিসেম্বর  শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/আহমদ নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়