ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসদ টিভিতে সংসদ অধিবেশনের সম্প্রচার বন্ধ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ টিভিতে সংসদ অধিবেশনের সম্প্রচার বন্ধ

জাতীয় সংসদের কার্যক্রম প্রচাররের জন্য সংসদ টেলিভিশন বাংলাদেশ নামে একটি টিভি চ্যানেল থাকলেও রোববারের সংসদের কার্যক্রম সম্প্রচার করতে পারছে না প্রতিষ্ঠানটি।

রোববার অধিবেশন শুরুর (বিকেল ৪.৩০) প্রথম থেকেই ত্রুটির কারণে সংসদের কার্যক্রম দেখাতে পারছে না টিভি কর্তৃপক্ষ। এ কারণে সংসদ অধিবেশনের পরিবর্তে অন্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। প্রতিদিন অধিবেশনের শুরু থেকেই সরকারি এ চ্যানেলটিতে প্রচারিত হয়ে থাকে।

বিকেল সাড়ে ৪টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেন। এরপর সম্পূরক কার্যাবলীতে কমিটির রিপোর্ট উত্থাপন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। এরপরই শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। কিন্তু অধিবেশনের সবটা সময়জুড়ে সংসদ টিভিতে চলছিল গানের অনুষ্ঠান। শিল্পী সামিনা চৌধুরী, রফিকুল ইসলাম ও মখলেছুল ইসলাম নীলুর গান চলছিল।

এদিকে দৃষ্টি আকর্ষণ করলে সংসদ টেলিভিশনের মহাপরিচালক অশোক দেবনাথ গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে। ত্রুটি সারতে ১৫ জন প্রকৌশলী কাজ করছেন। সংসদ টেলিভিশন সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে না, এটি বিটিভি থেকে লিংক নিয়ে প্রচার করা হয়। সেখান থেকে লিংক পাওয়া যাচ্ছে না। সে কারণে সংসদ টিভিতে আজকের অধিবেশন সম্প্রচার সম্ভব হচ্ছে না। তবে ত্রুটি সারানোর চেষ্টা চলছে।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়