ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘সাংবাদিকদের ডাটাবেজের আওতায় আনা হবে’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাংবাদিকদের ডাটাবেজের আওতায় আনা হবে’

শিগগিরই সারা দেশের সাংবাদিকদের একটি ডাটাবেজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

শনিবার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে আরো উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইশতিয়াক রেজা, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


কুমিল্লা/ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়