ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীপ্ত টিভির সংবাদ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দীপ্ত টিভির সংবাদ বন্ধ

বেসরকারি দীপ্ত টিলিভিশনের সংবাদ প্রচার আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সর্বশেষ সংবাদ প্রচার করে তারা। তবে টেলিভিশনটির অন্য অনুষ্ঠান প্রতিদিনের মতো সম্প্রাচার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

দীপ্ত টিভির হেড অব নিউজ ইব্রাহিম আজাদ রাইজিংবিডিকে বলেন, ‘মূলত ভাইরাস সংক্রমণ রোধে আমরা এই ব্যবস্থা নিয়েছি। কেননা একজন রিপোর্টারের সঙ্গে ক্যামেরাম্যান, গাড়িচালক, ভিডিও এডিটরসহ আরো অনেকেরই সংশ্লিষ্টতা আছে। তারা বাইরে গিয়ে অফিসের ভেতরে আসলে সংক্রমণ হতে পারে এবং যারা বিভিন্ন সময় বাইরে গিয়ে কাজ করেছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা সাময়িক। আগামী ১৪ দিন পর পুনরায় আমরা সংবাদে চলে যাব।’

টেলিভিশনটিতে কর্মরত একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, দুজন প্রডিউসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬০ জন।

** দীপ্ত টিভি লকডাউন


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়