ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখন বুকিং দিলেই মারমেইডে ৪০ শতাংশ ছাড়!

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৬, ১০ জুলাই ২০২১  
এখন বুকিং দিলেই মারমেইডে ৪০ শতাংশ ছাড়!

সরকার ঘোষিত লকডাউন উঠিয়ে নেওয়ার আগেই মারমেইডে বিচ রিসোর্ট ও ইকো রিসোর্ট দিচ্ছে ৪০ শতাংশ ছাড়, এখন বুকিং করলে বছরের যেকোন সময় মারমেইডে কাটাতে পারবেন পর্যটকরা।

দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকতে থাকতে আপনি বিরক্ত! অবসাদ ও ক্লান্তি আপনাকে ঘিরে রেখেছে। আপনি চাচ্ছেন সব বিধি-নিষেধ উঠিয়ে দিলে প্রকৃতির নির্মল কোলে ছুটে যাবেন। সেখানকার সতেজ বাতাসে প্রাণ খুলে শ্বাস নিবেন। 
আপনার জন্যই অপেক্ষা করছে মারমেইড বিচ ও ইকো রিসোর্ট। করোনাকালীন এই সময়ে কক্সবাজার ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য বড় ধরনের ছাড় ঘোষণা করেছে মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেড।

বুকিং করলে চলতি বছরের যেকোন সময় ৪০ শতাংশ ছাড়ে মারমেইড বিচ রির্সোট, মারমেইড ইকো রির্সোট সময় কাটাতেন পারবেন পর্যটকরা। অতিমারী করোনার কারণে পর্যটন অঞ্চলের রিসোর্ট ও হোটেলগুলো বন্ধ রয়েছে। সরকার পুনরায় খোলার অনুমতি দিলে তখন থেকে এই ছাড় উপভোগ করতে পারবেন ভ্রমণপ্রেমীরা।

নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মারমেইড বিচ ও ইকো রিসোর্ট। পরিবেশের কোনো ক্ষতি না করে যেন প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক রিসোর্ট। রিসোর্টের ঘরগুলোর ছাদ-চালা বাঁশ ও ছন দিয়ে তৈরি। এগুলো বাইরে থেকে দেখতে কুটিরের মতো। ভেতরে রয়েছে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা।

করোনা পরবর্তী সময়ে পর্যটকদের স্বল্প খরচে মনের খোরাক মেটাতে নিয়মিত রুম ভাড়া থেকে ৪০ শতাংশের এই ছাড় ঘোষণা করেছে মারমেইড। করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা প্রদান করবে মারমেইড।

মারমেইড বিচ রিসোর্টের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘অতিথিদের সবসময় সেরা সেবা দিয়ে সবার পছন্দের প্রথমে থাকতে চায় মারমেইড। পর্যটকদের জন্য আমরা সব আয়োজন করে রেখেছি। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে রিসোর্টে পরিচালনা করা হবে। এজন্য লকডাউন উঠিয়ে নেওয়ার আগেই মারমেইডে ৪০ শতাংশ ছাড়ে প্রি- বুকিং নিচ্ছে। এখন বুকিং করে রাখলে বছরের যে কোন সময় তারা মারমেইডে গিয়ে সময় কাটাতে পারবেন। ’

এখুনি বুকিং-এর জন্য:

মারমেইড বিচ রিসোর্ট- +8801841416468/+8801841416469।  E-mail: [email protected].
মারমেইড ইকো রিসোর্ট- +880 1841416464, +880 1841416465, E-mail: [email protected].

এম এম/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়