ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাইজিংবিডিতে ঈদ আনন্দ

আরিফ আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৩ মে ২০২২   আপডেট: ১৫:৫৪, ৩ মে ২০২২
রাইজিংবিডিতে ঈদ আনন্দ

সকালে রাইজিংবিডিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রকাশক এস এম জাহিদ হাসান

আজ ঈদুল ফিতর। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সারা দেশে যথাযথ ও ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমেও ঈদের আনন্দে মেতেছেন এর সংবাদকর্মীরা।

মঙ্গলবার (৩ মে) রাজধানীর মিরপুর মাজার রোডে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে সংবাদকর্মীরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেন।

সকালে ঈদের নামাজ শেষ করে অফিসে এসে সবাই কোলাকুলি করার পর মিষ্টি মুখ করেন কর্মীরা। এরপর সবাই মিলে ফটোসেশনে অংশ নেন।

এরপরই চলে ঈদ সেলামি নিয়ে হাসি-আনন্দ। সেলামি দেওয়া-নেওয়ার মধ্যে চলতে থাকে অবিরাম ফটোসেশন। আনন্দের কোনো মুহূর্তই কেউ মিস করতে চাননি। তাই সময়কে ধরে রাখার চেষ্টা।

বেশিরভাগ সংবাদকর্মীরাই ‘দেওয়ায় নয়, নেওয়াতে বিশ্বাসী’ ছিলেন।  তবে ঈদ সেলামি দিয়েছেন পাঁচজন। নিয়েছেন সবাই। রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক এমএম কায়সার, নির্বাহী সম্পাদক তাপস রায়, সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ ও জ্যেষ্ঠ প্রতিবেদক মেসবাহ য়াযাদ উপস্থিত সবাইকে ঈদ সেলামি দেন।

এমন আনন্দঘন মুহূর্তে রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান সবার সঙ্গে কোলাকুলি করেন। ঈদ শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, ‘ঈদ আনন্দের, ঈদ উৎসবের। গত দুই বছর মহামারির কারণে সবার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব হয়নি।  এবার অফিসে ঈদের আনন্দ ভাগাভাগি করে খুব ভালো লাগছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক এমএম কায়সার বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ঈদের দিনটি কাটে কাজের মধ্য দিয়েই। অফিসেই আনন্দ উপভোগ করতে হয়। রাইজিংবিডি একটি পরিবার, আর সেভাবেই এখানে ঈদের আনন্দ উপভোগ করা হয়েছে।’

নিবার্হী সম্পাদক তাপস রায় বলেন, ‘করোনার কারণে দুই বছর অফিসে ঈদ সেভাবে উদযাপন করা যায়নি। এবার অফিসে সবার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পেরে ভালো লাগছে।’

প্রকাশকের কাছ থেকে সেলামি পেয়ে তিনি জানান, ‘অনেক বছর পর সেলামি পেলাম; সেলামি পাওয়ার আনন্দ প্রায় ভুলেই যাচ্ছি। স্যার সেলামি দিয়ে কৈশোরের সেই আনন্দ ফিরিয়ে দিয়েছেন।’

সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ বলেন, ‘ঈদে সবকিছু বন্ধ হলেও সংবাদমাধ্যম বন্ধ হয় না। আমরা যারা এই পেশায় কাজ করি, আমাদের ঈদের দিন অফিসেই কেটে যায়। এখানে কাজ এবং আনন্দ একসঙ্গে উপভোগ করি। ’

প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ বলেন, সংবাদকর্মীদের এক ঈদে ছুটি মেলে তো অন্য ঈদে মেলে না। স্বজনদের থেকে দূরে থেকে দায়িত্ব পালনই ঈদের বড় আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে দায়িত্বের প্রতি অবিচল থেকে কাজ করে যান রাইজিংবিডির সংবাদকর্মীরা। সারা দেশের মানুষের সুখ-দুঃখ-আনন্দের শত খবর আমরা সবাইকে জানান দেই। পাঠক ঘরে থেকে সেসব সংবাদ পেয়ে যান সহজেই। আর তাতেই তৃপ্ত হয় রাইজিংবিডির সংবাদকর্মীরা।

দিনশেষে শত কর্মব্যস্ততার মাঝে হাসি-আনন্দের মধ্য দিয়ে কেটে যায় রাইজিংবিডির সংবাদকর্মীদের এইসব দিনরাত্রি। এতেই আমাদের সুখ। এতেই আনন্দ। সবাইকে ঈদ মোবারক। 

/সাইফ/মেয়া

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়