ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

এখন টিভিকে ৩৩ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রাইজিংবিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩১, ২৪ নভেম্বর ২০২৩
এখন টিভিকে ৩৩ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রাইজিংবিডি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে সংবাদমাধ্যমটি।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাউন্ড অব সিক্সটিনের খেলায় এখন টিভি দলকে ৩৩ রানে পরাজিত করেছে রাইজিংবিডি দল। রাজধানীর পল্টন ময়দান মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এখন টিভি। নির্ধারিত সময়ে রাইজিংবিডি ১০০ রান সংগ্রহ করে। বিপরীতে এখন টিভি নির্ধারিত ওভারে মাত্র ৬৭ রান করতে হয় সমর্থ হয়। ফলে রাইজিংবিডি দল ৩৩ রানে বিজয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের নুরুজ্জামান তানিম।

আরো পড়ুন:

রাইজিংবিডির পক্ষে খেলায় অংশ নেন— হাসান মাহামুদ (অধিনায়ক), এসকে রেজা পারভেজ, মোহাম্মদ নঈমুদ্দিন, আসাদ আল মাহমুদ, নুরুজ্জামান তানিম, মাকসুদুর রহমান এবং মামুন খান। অতিথি খেলোয়াড় হিসেবে রাইজিংবিডির পক্ষে অংশ নেন রেজোয়ান আহমেদ।

এবারের টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশগ্রহণ করছে। এদিকে আজ দুপুরের পর এটিএন বাংলার সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

/হাসান/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়