রাইজিংবিডির বনভোজন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

ছবি: রাইজিংবিডি
নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের বনভোজন ও প্রতিনিধি সম্মেলন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর অদূরে সাভারে নীলা বর্ষা রিভার কুইন রিসোর্টের মনোরম পরিবেশে দিনব্যাপী হয় এ বনভোজন ও প্রতিনিধি সম্মেলন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন রাইজিংবিডি ডটকমের প্রধান কার্যালয়ের সব সংবাদকর্মী এবং সব জেলা প্রতিনিধি-সংবাদদাতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-সংবাদদাতাগণ। আরো অংশ নেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তারা। খেলাধুলা ও র্যাফেল ড্রসহ বৈচিত্র্যময় ইভেন্টে অংশ নেন সবাই। ছিল পিঠা উৎসবও।
জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের নিয়ে করা হয় প্রতিনিধি সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান। বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক রাসেল পারভেজ, বিশেষ প্রতিনিধি কে এম এ হাসনাত, সিনিয়র সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বকুল ও প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ। সম্মেলন জেলা প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
ঢাকা/সাইফ/রফিক